নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত ১০টি নাম প্রকাশের দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গতকাল বুধবার সুজনের কর্মকর্তা মর্জি বিশ্বাসের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনে নিয়োগের জন্য গঠিত অনুসন্ধান কমিটির কাছে জমা পড়া ৩২২ জনের একটি তালিকা গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। কিন্তু মন্ত্রিপরিষদ কোন কোন ব্যক্তির নাম প্রস্তাব করেছে, তা প্রকাশ করেনি, যার ফলে প্রকাশিত তথ্য অসম্পূর্ণ।
সুজনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন নিয়োগ আইনে বর্ণিত স্বচ্ছতা নিশ্চিত করতে হলে পরিপূর্ণ তথ্য প্রকাশ করা জরুরি। তাই এই তথ্য পাওয়ার জন্য তথ্য অধিকার আইনের প্রদত্ত অধিকার প্রয়োগ করে ড. বদিউল আলম মজুমদার মন্ত্রিপরিষদ বরাবর একটি আবেদন করেছেন।
গত ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব আসাদুল হক বরাবর এই আবেদনটি করেন ড. বদিউল আলম মজুমদার।
উল্লেখ্য, ৬ সদস্যের সার্চ কমিটি নতুন নির্বাচন কমিশন নিয়োগের লক্ষ্যে ১০ জনের নামের তালিকা মন্ত্রিপরিষদে জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার এই তালিকা থেকে একজন সিইসি ও চার জন কমিশনার নিয়োগ দেবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। নাগরিক সমাজ আগে থেকেই নতুন ইসি নিয়োগের আগে তালিকায় থাকা নামগুলো প্রকাশের দাবি জানিয়ে আসছে। কিন্তু সার্চ কমিটি জানিয়ে দিয়েছে তারা নাম প্রকাশ করবেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন