শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এ হামলা আত্মরক্ষার্থে, ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা নেই: পুতিন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৮ পিএম

পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়ে রুশ নাগরিকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সকালে টেলিভিশন ভাষণে তিনি বলেন, তার দেশের ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা নেই।
বিশেষ সামরিক অভিযান ঘোষণা করে দেওয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেনের জনগণ স্বাধীনভাবে দেশ পরিচালনার মানুষ বেছে নিতে পারবে।
ভ্লাদিমির পুতিন আরও বলেন, ন্যায় ও সত্য রাশিয়ার পক্ষে রয়েছে। তিনি বলেন, যদি কেউ রাশিয়া দখল করতে চায় তাহলে মস্কোর জবাব হবে তাৎক্ষণিক। তিনি আরও দাবি করেন, আত্ম-রক্ষার্থেই পদক্ষেপ নিয়েছে তার দেশ। ইউক্রেনের সামরিক বাহিনীর উদ্দেশে পুতিন বলেন, তাদের বাবা-দাদারা যুদ্ধ করেনি ফলে তারা নয়া-নাৎসীদের সহায়তা করতে পারে।
ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনীয় আগ্রাসনের মুখে মস্কোর কাছে সহায়তা চাওয়ার কয়েক ঘণ্টা পর সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। তিনি রুশ বাহিনীকে মানুষ রক্ষার নির্দেশ দেন। আর ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান। সূত্র: বিবিসি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২০ পিএম says : 0
May Allah's curse on Muslim killer Puting and his armies. Ameen
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন