বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সব্যসাচী কবি ও সাংবাদিক সম্মাননা পেলেন ইনকিলাব সাংবাদিক মহসিন রাজু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১১ পিএম

দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও বগুড়া ব্যুরো প্রধান মহসিন রাজু পেলেন সব্যসাচি কবি ও সাংবাদিক সম্মাননা।
গত বুধবার জয়পুরহাট জেলায় অনুষ্ঠিত একটি
সাহিত্য বিষয়ক সভায় এই সম্মাননা স্মারক তুলে দেন মানবাধিকার ফাউন্ডেশন ও নদী রক্ষা, নদী ঘোরাও সংগঠনের মহাসচিব সোহেল সাহিল।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম বাবু বসুধা, মাইটিভির বগুড়া ব্যুরো প্রধান আলহাজ্ব লতিফুল করিম, সাংবাদিক ও উন্নয়ন কর্মি রায়হান তালুকদার রানাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
সাহিত্য বিষয়ক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট লেখক ফোরামের সভাপতি কবি আজিজুল হক বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের
বিশিষ্ট শিক্ষাবিদ ম. নুরুন্নবী। বিশিষ্ট অতিথি ছিলেন কবি আহমেদ মকবুল মুকুল,স্বভাব কবি খাজা শামসুল ইসলাম বুলবুল, কবি সেলিনা দিল আফরোজ হাসি ও কবি দেওয়ান গোলাম
মওলা। আমন্ত্রিত অতিথি ছিলেন মানবাধিকার কর্মি ও সংগঠক ইউনুস আলী তাড়াশি, নুরুল ইসলাম রাঙ্গা, আনোয়ার পাশা ও শেখ আল হেলান।
অনুষ্ঠানে কানাডা প্রবাসী লেখিকা নাসরিন রিংকুর বইমেলায় প্রকাশিতব্য উপন্যাস নদীর যেমম ঝর্ণা আছে ' গ্রন্থের পান্ডুলিপি নিয়ে আলোচনা করা হয়। জয়পুরহাট শহরের মা '
নার্সারীর সবুজ চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠান মালার সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও সংগঠক কবি মনসুর রহমান বাবু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন