চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুরে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। এক স্কুলশিক্ষক উত্যক্ত করায় অপমাণ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর অভিযুক্ত ওই শিক্ষক শাকিল হোসেন (৪৫) সহ চারজনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় আত্মহত্যায় প্ররোচণার একটি মামলা দায়ের করা হয়েছে। আত্মাহত্যা করা গৃহবধূ সোনিয়া খাতুনের (২৫) বাবা সকির উদ্দীন মামলাটি করেন।
এ ঘটনায় অভিযুক্ত শাকিল হোসেন একই উপজেলার কামালপুর গ্রামের মঙ্গল আলীর ছেলে ও একই উপজেলার আঠারোখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সোনিয়া খাতুন শুক্রবার ভোরে আত্মহত্যার করলে ওইদিনই থানায় মামলা করে তার বাবা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন