শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

যুদ্ধ কোনও সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়: ন্যাপ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩৮ পিএম

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান। তারা বলেন, রাশিয়া কর্তৃক ইউক্রেনে সামরিক অভিযান বিশ্ব শান্তির অন্তরায় ও স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বের পরিপন্থী। ইউক্রেনে এই হামলা পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী ন্যাটো জোটের তৎপরতাকে আরও বিস্তৃৃত করার ক্ষেত্র তৈরি করবে, যা রাশিয়াসহ গোটা ইউরোপের নিরাপত্তা ও সার্বভৌমত্বকেই আরো ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে।

নেতৃবৃন্দ অবিলম্বে রাশিয়াকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, এই পরিস্থিতিতে দুনিয়ার দেশে দেশে যুদ্ধ ও অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী সাম্রাজ্যবাদী শক্তিগুলো তৎপর হয়ে উঠেছে। যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় হতে পারে।

তারা বলেন, এই যুদ্ধ কোনও সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়। রাশিয়ার এমন যুদ্ধনীতি স্বাধীন দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মতো আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ মূলনীতির সুস্পষ্ট লঙ্ঘন। এই যুদ্ধের ফলে ইউক্রেনে মানব জীবন বিপন্ন হয়ে পড়েছে, প্রাণহানি ঘটছে, দেশটির অবকাঠামো ও সম্পদ ধ্বংস করা হচ্ছে। যা একটি স্বাধীন, সার্বভৌম দেশকে অপমানিত, পরাস্ত ও পদানত করছে। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে কারণে সারা দুনিয়ার সবাইকেই কমবেশি ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছে।

নেতৃদ্বয় বলেন, করোনাভাইরাসের সংক্রমণের পর সারা পৃথিবীতে যে সময়টিতে মানুষ সোজা হয়ে দাড়ানোর চেষ্টা করছে তখন এই হামলা অবশ্যই উদ্বেগের কারণে। এই যুদ্ধের ফলে পৃথিবীর প্রত্যেক দেশই ভোগান্তিতে পড়বে। সারা বিশ্বে অস্থিরতা সৃষ্টি করবে। অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হবে। তাই অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন