বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

উৎক্ষেপণ স্থগিত
ইনকিলাব ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ, পূর্ব ও উত্তর সীমান্ত দিয়ে একযোগে প্রবেশ করে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। এর জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফরাসি গায়ানা থেকে মহাকাশ উৎক্ষেপণ স্থগিত করেছে রাশিয়া। শনিবার টুইটারে রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের প্রধান দিমিত্রি রোগজিন বলেন, আমাদের উদ্যোগের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় কৌরো কসমোড্রোম থেকে মহাকাশ উৎক্ষেপণের আয়োজন এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদার দেশগুলির সঙ্গে সহযোগিতা স্থগিত করছি। স্পেস.কম।


৫ হাজার হেলমেট
ইনকিলাব ডেস্ক : রুশ হামলার আশঙ্কার মধ্যে সহযোগিতার অংশ হিসেবে গত মাসে ইউক্রেনে পাঁচ হাজার হেলমেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জার্মানি। বৃহস্পতিবার রুশ আক্রমণ শুরু হওয়ার পর দ্বিতীয় দিন অবশেষে সেগুলো কিয়েভের পথে রওনা দিলো। ২৬ জানুয়ারি জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনের সেনাবাহিনীকে সমর্থন হিসেবে ৫ হাজার হেলমেট দেওয়া হবে। নিউ ইয়র্ক পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন