শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অধিকাংশ পণ্যে ২৫ শতাংশ কর কমাল ব্রাজিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

অর্থনৈতিক সংকট মোকাবেলায় অধিকাংশ পণ্যে কর কমিয়েছে ব্রাজিল সরকার। মূল্যস্ফীতি মোকাবেলা এবং কভিড-১৯ পরবর্তী শিল্প খাতের পুনরুদ্ধারে ২৫ শতাংশ শিল্প কর (আইপিআই) কমিয়েছে দক্ষিণ আমেরিকান দেশটি। খবর রয়টার্স। ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েদেস বলেন, চার দশকের বেশি সময় দেশটির শিল্পোন্নয়ন ব্যাহত হয়েছে। অবিলম্বে হ্রাসকৃত করহার কার্যকরের মাধ্যমে দেশে পুনরায় শিল্পোন্নয়ন শুরু হবে। তামাক ব্যতীত সব শিল্পোজাত পণ্যে এ করহার কার্যকর হবে। এ উদ্যোগের ফলে মূল্যস্ফীতিতে তেমন কোনো পরিবর্তন আসবে না বলে স্বীকার করেছেন পাওলো। তবে শিল্প খাতের উৎপাদনশীলতা বাড়াতে এটি কার্যকর উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী জানান, ২৫ শতাংশ কর হ্রাসের কারণে এ খাতের আয় ৩৯০ কোটি ডলার কমে যাবে। পাশাপাশি ফেডারেল সরকার ১ হাজার কোটি ব্রাজিলিয়ান রিয়াল ছেড়ে দেবে। বাকি আয় রাজ্য ও রাজস্ব থেকে আসছে। মন্ত্রীর তথ্যানুযায়ী, ৫০ শতাংশ কর হ্রাসের কথা বিবেচনা করা হলেও সেটি গ্রহণ করা হয়নি। বিশেষ করে অ্যামাজনে যে শিল্প খাত গড়ে উঠেছে সেটির সম্মানে করহার ২৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। মানাউস মুক্তবাণিজ্য অঞ্চলে যেসব প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে কর প্রদান থেকে বিরত রাখা হয়েছে। তবে অন্যান্য পেমেন্টে যে কর আদায় করা হয়ে থাকে সেখান থেকে সমপরিমাণ অর্থ কেটে রাখার মাধ্যমে করের অর্থ তৈরি করতে পারবে। অঞ্চলটির উন্নয়নে সহায়তা করতে সামনের মাসগুলোর জন্য ব্রাজিল সরকার আলাদা কার্বন মার্কেট তৈরি করেছে। গুয়েদেস বলেন, শিল্পজাত পণ্যের করকে কার্বন ক্রেডিটে রূপান্তরের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন