বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বইমেলা

বই মেলা ২০২২

ফাহিম ফিরোজ | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১৬ পিএম

তাজা বইয়ের মৌ মৌ ঘ্রাণ
প্রতিদিন মেলায় নতুন বই আসছে। আগামী প্রকাশনী মেলার স্টলে এনেছে মোহাম্মদ আবু সালেহর-ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও রবীন্দ্র বিতর্ক, আবদুল গাফফার চৌধুরীর- বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব।

অম্বয় বের করেছে শাহেদ ইকবালের- যাদুনগরীর চাবি। শব্দশৈলী থেকে বের হয়েছে রশীদ হায়দারের ভাষা আন্দোলন বিষয়ক একুশের গান। চিরদিন বের করেছে- নির্মলেন্দু গুণের ভ্রমণ কাহিনী, শামসুজ্জামান খানের সম্পদনায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ।

ঝালকাঠি পাবলিকেশন্স থেকে বের হয়েছে- মো: কামরুল আহসান তালুকদারের- মাঠ প্রশাসনের বিবর্তন প্রেক্ষাপট : বাংলাদেশ।

 

 

কবিতা, প্রবন্ধ, উপন্যাস, শিশু সাহিত্য, ভ্রমণ, বিজ্ঞান বিষয়সহ বহু বিষয়ে এবার নতুন বই এসেছে মেলায়। লতিফ নামের এক ক্রেতা বলেন, তাজা বইয়ের ঘ্রাণ মেলায় মৌ মৌ করছে।
-ফাহিম ফিরোজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন