শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

নাসিরনগরের হামলাকারীদের বিচারের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা। একইসঙ্গে এ হামলায় ক্ষতিগ্রস্তদের সবরকম আইনি সহায়তা দেয়ার ঘোষণা দেন তারা। এ ছাড়া সরেজমিন পরির্দশনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল যাবেন বলেও জানানো হয়। গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এর আগে বাংলাদেশ মহিলা পরিষদ ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ঘটনাস্থল পরিদর্শন করে দেয়া প্রতিবেদনের ওপর লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। এ সময় সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দরা।
ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আমরা সংবাদ মাধ্যমে থেকে ঘটনা জানতে পেরেছি। সরকার মৌলাবাদ, সা¤প্রদায়িকতা প্রশ্নে জিরো টলারেন্স দেখাচ্ছে। এখানে একটি চক্রান্ত হয়েছে। এটি চিহ্নিত করতে হবে। এ চক্রান্তে পা দেয়া যাবে না। তা ছাড়া সমিতর পক্ষ থেকে আমরা শুক্রবার নাসিরনগরে যাবো, তদন্ত করবো এবং আপনাদের জানাবো। শফিক আহমেদ বলেন, যাদের বাড়িঘর লুন্ঠন করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে তাদের পাশে আমরা সব সময়ই থাকবো এবং আইনি লড়াই করে যাবো তাদের পক্ষ হয়ে। রসরাজের মামলাটি যেন সুষ্ঠুভাবে তদন্ত হয় এবং কোনোভাবেই যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়। রসরাজের বিরুদ্ধে যেন এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় যেটা মানবতাবিরোধী। লিখিত বক্তব্যে ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম বলেন, অবিলম্বে রসরাজকে ঢাকায় এনে নিরাপত্তা হেফাজতে রাখা দরকার। আমরা মনে করি রসরাজ কোনো অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন