মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সাইবার ক্রাইম রোধে হোটেল রেস্তোরাঁয় সিসি টিভি বসানো বাধ্যতামূলক হচ্ছে

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংঘঠিত সাইবার ক্রাইম বন্ধ করার উদ্দেশে রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতে সিসি টিভি বসানো বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল (রোববার) জিপিওতে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে ডাক বিভাগের শ্রেষ্ঠ কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগ বাস্তবায়ন করা হলে সাইবার ক্যাফের মালিকদের পাশাপাশি ব্যবহারকারীরা নজরদারির মধ্যে আসবে এবং সাইবার ক্রাইম অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে। তিনি বলেন, বিটিআরসির সঙ্গে আমরা বসেছি, আমাদের যে বিভিন্ন সাইবার ক্যাফে ও ফুড কর্নার আছে সেখানে আমরা সিসি টিভি লাগানো বাধ্যতামূলক করছি। সেই সঙ্গে যেসব সাইবার ক্যাফে আছে সেগুলো থেকে যদি কোনো আপত্তিকর কনটেন্ট প্রচার করা হয় তাহলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী যন্ত্রাংশ বাজেয়াপ্ত করতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন