শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনে অস্ত্র পাঠাতে চায় ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

ইউক্রেনে অস্ত্র পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইইউ তাদের ইতিহাসে এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিল। বিবিসি জানায়, রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এ ঘোষণা দেন। ইইউ অস্ত্র কিনবে এবং ইউক্রেনে সরবরাহ করবে বলে জানান তিনি। ভন ডার লায়েন বলেন, তাদের এই পদক্ষেপ ইতিহাসে ‘বাঁক পরিবর্তনকারী মুহূর্ত’ হিসেবে চিহ্নিত হবে। এ সময় তিনি রাশিয়া ও বেলারুশের ওপর নতুন করে আরও বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানান। যার মধ্যে অন্যতম, রুশ উড়োজাহাজের উপর ইইউভুক্ত দেশগুলোর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার কোনও উড়োজাহাজ এখন আর ইইউভুক্ত কোনও দেশের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ফন ডার লায়েন বলেন, ‘‘আমরা রাশিয়ার জন্য ইইউ’র আকাশসীমা বন্ধ করে দিচ্ছি। রুশ মালিকানাধীন, রাশিয়ায় নিবন্ধিত এবং রুশদের নিয়ন্ত্রণে থাকা সব উড়োজাহাজকে আমরা প্রতিহত করব। এসব উড়োজাহাজ ইইউভুক্ত কোনও দেশের বিমানবন্দরে অবতরণ, উড্ডয়ন বা আকাশ দিয়ে উড়ে যেতে পারবে না। রুশ মালিকদের প্রাইভেট জেটও এই তালিকায় পড়বে।” ‘ক্রেমলিনের সংবাদমাধ্যমের উপরও’ নিষেধাজ্ঞা আরোপের কথা জানান ফন ডার লায়েন। তিনি বলেন, ‘‘রাশিয়ার রাষ্ট্রায়াত্ত্ব সংবাদ মাধ্যম রাশিয়া টুডে এবং স্পুৎনিক বা তাদের কোনও সহপ্রতিষ্ঠান পুতিনের এই যুদ্ধকে ন্যায্যতা দিতে আর কোনো মিথ্যা ছড়াতে পারবে না। ‘‘আমরা ইউরোপে এ ধরনের বিষাক্ত এবং ক্ষতিকর ভুয়া তথ্য ছড়িয়ে পড়া রুখতে আমাদের প্রযুক্তির উন্নয়ন করছি।” বেলারুশের বিষয়ে তিনি বলেন, ইইউ-র নিষেধাজ্ঞা বেলারুশের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র এভং রপ্তানি পণ্যের উপর পড়বে।” বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন