শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

টি-টোয়েন্টিতে টানা ১২ জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০২ এএম

দলের বাজে শুরুর পর প্রায় একার চেষ্টায় দেড়শ রানের কাছে সংগ্রহ নিয়ে গেলেন দাসুন শানাকা। কিন্তু উইকেটে বেশ সহায়তা থাকলেও সেই রান নিয়ে খুব একটা লড়াই করতে পারলেন না শ্রীলঙ্কার বোলাররা। আরও একবার তাদের ওপর চড়াও হয়ে ব্যবধান গড়ে দিলেন শ্রেয়াস আইয়ার। সিরিজে তার টানা তৃতীয় ফিফটিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে ৬ উইকেটে জিতেছে ভারত। তিন ম্যাচের সিরিজ ঘরে তুলেছে ৩-০ ব্যবধানে।
গতপরশু রাতে ধর্মশালায় শ্রীলঙ্কার ১৪৬ রান ১৯ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে ভারত। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখা শ্রেয়াস অপরাজিত থাকেন ৭৩ রানে। তার ৪৫ বলের ঝড়ো ইনিংস গড়া ৯ চার ও ১ ছক্কায়। এর আগে শ্রীলঙ্কান অধিনায়ক শানাকা ৩৮ বলে খেলেন অপরাজিত ৭৪ রানের বিস্ফোরক ইনিংস। এ ম্যাচ দিয়েই সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ডে শোয়েব মালিককে ছাড়িয়ে শীর্ষে উঠেছেন রোহিত শর্মা (১২৫ ম্যাচ)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর থেকে এই সংস্করণে ছুটছে ভারতের জয়রথ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে শেষ ম্যাচে পেয়েছে টানা দ্বাদশ জয়। টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে তারা বসেছে আফগানিস্তান ও রোমানিয়ার পাশে। আফগানিস্তানের সেই জয়রথ অবশ্য থেমে গেছে ২০১৯ সালেই। তবে ভারতের মতো রোমানিয়ারও সুযোগ আছে রেকর্ডটাকে আরও বাড়িয়ে নেওয়ার। টি-টোয়েন্টিতে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও (৬২ ম্যাচে ৪০ জয়) এখন ভারতের। ৭৩ ম্যাচে ৩৯ জয় নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড।
সিরিজে একবারও শ্রেয়াসকে আউট করতে পারেনি সফরকারীরা। আগের দুই ম্যাচে তিনি খেলেন ৫৭ ও ক্যারিয়ার সেরা ৭৪ রানের ইনিংস। সিরিজে একবারও আউট না হয়ে শ্রেয়াসের ২০৪ রানের চেয়ে বেশি আছে কেবল ডেভিড ওয়ার্নারের। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৯ রান করেছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার। এই পারফরম্যান্সের জন্য শ্রেয়াস জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন