শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বক্সিংয়ের ক্যাম্প শুরু বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৮:৩৮ পিএম | আপডেট : ৮:৩৮ পিএম, ১ মার্চ, ২০২২

আসন্ন বর্মিংহাম কমনওয়েলথ গেমসের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার থেকে ক্যাম্প শুরু করবেন লাল-সবুজের বক্সাররা। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে সাতজন বক্সার অনুশীলন ক্যাম্প শুরু করবেন। এরা হলেন- আনসারের সজিব হোসেন (৪৯ কেজি), রবিন মিয়া (৫৬ কেজি), সুরকৃষ্ণ চাকমা (৬০ কেজি), রাকিব শেখ (৬৪ কেজি) এবং সেনাবাহিনীর সেলিম হোসেন (৫৬ কেজি), হোসেন আলী (৬০ কেজি) ও অণিক হাওলাদার (৪৮ কেজি)। ক্যাম্পের প্রধান কোচ সৈয়দ মহিউদ্দিন আহমেদ এবং দুই সহকারী কোচ কাজী শাহাদাৎ হোসেন ও শফিউল আজম মাসুদ। এখান থেকে তিনটি ওজন শ্রেণীতে বার্মিংহামে লড়বেন বাংলাদেশের তিন বক্সার।

এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন মঙ্গলবার বলেন, ‘বার্মিংহামে যাওয়ার পূর্ব মূহূর্ত পর্যন্ত চলবে এই ক্যাম্প। দেশের সেরা কোচেরা প্রশিক্ষণ দেবেন তাদেরকে। এখান থেকে সেরা তিন বক্সারকে আমরা কমনওয়েলথ গেমসে পাঠাবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন