বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণের সাথে প্রতারণা- পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৭:৪৩ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পেরে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বললেও এখন ৭০ টাকায় চাল কিনতে হচ্ছে। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিতে সকল রেকর্ড ভঙ্গ করেছে।

তিনি বলেন, একদিকে সরকার দুর্নীতিবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আঙ্গুল ফুলে বটগাছ বানাচ্ছে। দলীয় নেতাকর্মীরা উন্নয়নের নামে রাষ্ট্রের সম্পদ লুটতরাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ পরিবারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন