শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

উভয় পুঁজিবাজারে লেনদেন ৪৯৬ কোটি টাকা

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-এর লেনদেন কমে শেষ হয়েছে গতকালের লেনদেন। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে ৩৮ কোটি ৫৮ লাখ টাকার কিছুটা বেশি। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৯৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৪ কোটি ৪৭ লাখ টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ০ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। তবে সিএসইতে প্রধান সূচক সিএসসি-এক্স ৭ দশমিক ৬২ পয়েন্ট বেড়েছে। গতকাল ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মাট লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৭৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫ কোটি ০৬ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭২ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ সূচক ০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ০ দশমিক ৯৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৫৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর। এ ছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কনফিডেন্স সিমেন্ট, ডোরিন পাওয়ার, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, আরগন ডেনিমস, এপেক্স ফুটওয়্যার, নাভানা সিএনজি, পেনিনসুলা হোটেল, শাশা ডেনিমস এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৭ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৩ কোটি ৫২ লাখ টাকার বেশি। এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ৯৬টির এবং কোনো পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কনফিডেন্স সিমেন্ট, ডোরিন পাওয়ার, ব্যাক ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ইনটেক অনলাইন, পেনিনসুলা হোটেল, অ্যাকমি ল্যাবরেটরিজ, ফরচুনা সু এবং খুলনা পাওয়ার।
ঢাকায় মালয় কোম্পানির অনুমোদনহীন প্রপার্টি ফেয়ার, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীর একটি হোটেলে অনুমোদনহীন প্রপার্টি ফেয়ারের আয়োজন করেছে মালয়েশিয়ার একটি রিয়েল এস্টেট কোম্পানি। গতকাল সকাল ১১টায় এ ফেয়ারের আয়োজন করলেও বিভিন্ন গণমাধ্যমের উপস্থিতির কারণে মেলায় কোনো ক্রেতা ছিল না। প্রপার্টি ফেয়ারের আয়োজন সম্পর্কে বাংলাদেশী এজেন্ট মোর্তুজা করিম গণমাধ্যমে প্রথমে বলেন, গুলশান থানার অনুমোদন তাদের রয়েছে। তবে থানা কর্তৃপক্ষের অনুমোদনের কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে নি। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্য কোনো সংস্থার অনুমোদন রয়েছে কিনা জানতে চাইলে বলেন, তারা অনুমোদনের জন্য চেষ্টা করছেন। অনুমোদন ছাড়া কেন প্রপার্টি ফেয়ারের আয়োজন করেছেন এমন প্রশ্নের জবাবে কোনো সঠিক উত্তর দিতে পারে নি মেলা কর্তৃপক্ষ।
প্রপার্টি ফেয়ারে অংশ নেয়া মালয়েশিয়ার কোম্পানির জেনারেল ম্যানেজার খো হক সিং বলেন, বর্তমানে মুক্ত বাণিজ্য অর্থনীতিতে প্রপার্টি ফেয়ার করতে অনুমোদন নিতে হবে তা তার জানা নেই। এ দিকে মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ্যাপার্টমেন্ট ক্রয়ের ক্ষেত্রে বিজ্ঞাপন প্রচারের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। নিবাসী বাংলাদেশীদের বিদেশে স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য বাংলাদেশ থেকে অর্থ প্রেরণের ওপর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এ বিধিনিষেধ রয়েছে উল্লেখ করে সকলকে এ বিষয়ে সতর্ক ও সংযত হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গণমাধ্যমে পুনঃসতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে বিধিনিষেধ এড়িয়ে অবৈধভাবে অর্থ প্রেরণে যোগসাজশকারীদের ভূমিকা আইনগতভাবে দÐযোগ্য হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে অনুমোদনহীন এই ফেয়ারের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া মিলন ইনকিলাবকে বলেন, এভাবে অনুমোদনহীন ফেয়ার চলতে থাকলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। তাই দেশের স্বার্থে এসব বিদেশী কোম্পানির সবধরনের প্রচারণা বন্ধ করতে হবে বলে উল্লেখ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন