বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রেলওয়ের গেইটকিপারদের অনশন ৬ষ্ঠ দিনেও অব্যাহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:০২ এএম

রেলপথ মন্ত্রণালয়ের কোন আশ্বাস এখনও না মেলায় ৬ষ্ঠ দিনেও অনশন অব্যাহত রেখেছেন গেইট কিপাররা। এতে অনশনে বাবা-মায়ের সঙ্গে আসা ১ বছরের শিশু (মারিয়া) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
রেলওয়ের মান-উন্নয়ন শীর্ষক প্রকল্পের ১৮৮৯ জন গেইট কিপারের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও রেলপোষ্য এবং বাংলাদেশ রেলওয়ে ১৮৮৯ জন গেইট কিপার রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চলের উদ্যোগে কমলাপুর রেলওয়ে প্রশাসনিক ভবনের সামনে গত ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া অনির্দিষ্টকালের আমরণ অনশন গতকাল ৬ষ্ঠ দিনেও অব্যাহত রেখেছেন গেইট কিপাররা। দীর্ঘ সময় অনশনের ফলে ইতোমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক এবং প্রায় শতাধিক গেইট কিপার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কমলাপুরের খোলা আকাশের নিচে গেইট কিপাররা অনশন চালিয়ে আসলেও এখনো পর্যন্ত রেলপথ মন্ত্রণালয় অথবা বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার কোন সুর্নিদিষ্ট ঘোষণা আসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত গেইট কিপাররা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন