শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সংযুক্তি ও যন্ত্র নিশ্চিত করা অপরিহার্য : টেলিযোগাযোগ মন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১:০৭ পিএম

‘মিশ্র শিক্ষা স্থায়ী নয়, এটি প্রাচীন শিক্ষাব্যবস্থা থেকে যুগোপযোগী শিক্ষার উত্তরণে একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের মূলত ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে।’ শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সংযুক্তি ও যন্ত্র নিশ্চিত করা অপরিহার্য বলেও মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, দেশে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের বিপ্লব আসন্ন।

আজ শনিবার রাজধানী ঢাকার বিটিআরসি আয়োজিত বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কানেক্টিভিটি স্থাপন শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এরই মধ্যে মিশ্র শিক্ষার ওপর টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ বিষয়ে কয়েকটি বৈঠকও হয়েছে।’


বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে এটুআইয়ের পলিসি উপদেষ্টা আনির চৌধুরী বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ মূল উপস্থাপন করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমরা ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করে আসছি। কোভিডকালে আমরা এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি।’

মন্ত্রী বলেন, ‘২০০৮ সালেও অনেকের কাছে মনে হয়েছিল ডিজিটাল বাংলাদেশ সম্ভব না। এখন বাংলাদেশ কেবল ডিজিটাল বাংলাদেশই নয়, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রেও বিস্ময়কর সফলতা অর্জন করেছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন