নাটোরে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাটোর শহরের কানাইখালী এলাকার নিমাই ট্রেডার্স এবং স্টেশন বাজার এলাকার দূর্গা ভাণ্ডার নামের দু’টি দোকানে সয়াবিন তেলের বোতলের লেভেল তুলে বেশি দাম বসিয়ে বিক্রি করায় গতকাল তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, শহরের কানাইখালি এলাকায় মেসার্স নিমাই ট্রেডার্সকে সয়াবিন তেলের বোতেলের গায়ের মূল্য তুলে ফেলার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২৫ হাজার ও একই অপরাধে স্টেশন এলাকায় মেসার্স দূর্গা ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা প্রদান করেন নাটোর জেলা ক্যাব ও নাটোর থানার পুলিশের একটি টিম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন