শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘মুসলিম বিশ্বকে দুর্বল করতে সন্ত্রাস কাজে লাগাচ্ছে ইসরাইল’

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, মুসলিম বিশ্বকে দুর্বল করার লক্ষ্যে সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইহুদিবাদী ইসরাইল। ইরান সফররত তিউনিশিয়ার একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংকটে দুঃখ প্রকাশ করে লারিজানি বলেন, মুসলিম জাতিগুলোকে দুর্বল করে ফেলার লক্ষ্যে আমেরিকা ও ইসরাইল ইসলামের মাজহাব ও ফেরকাগুলোর মধ্যে বিভেদ ও সংঘাত উস্কে দিচ্ছে। কিন্তু মুসলমানরা সচেতন হলে এ ধরনের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। অন্যদিকে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য বলে উল্লেখ করেন তিনি। ড. লারিজানি বলেন, কিছু মুসলিম দেশের সরলতার কারণে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ সফল হচ্ছে না। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন