শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বক্সিং নির্বাচনে অনিয়মের অভিযোগ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ৮:১৩ পিএম | আপডেট : ১০:৩৫ পিএম, ৮ মার্চ, ২০২২

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। আগামী মাসেই এই ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বক্সিং সংশ্লিষ্টদের অভিযোগ, চলতি মাসেই নির্বাচন আয়োজন করতে চাইছে বর্তমান কমিটি। এছাড়া নির্বাচনে কাউন্সিলরশিপ নিয়েও উঠেছে নানা অভিযোগ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেয়াদ ফুরনোর আগেই তড়িঘড়ি করে নির্বাচনের আয়োজন করতে চাইছে বর্তমান কমিটি। যা নিয়ে অনেকেরই আপত্তি রয়েছে। তাদের মতে, তড়িঘড়ি না করে সব দিক গুছিয়ে এক মাস পর নির্বাচন আয়োজন করলে কোন ক্ষতি হবে না। এছাড়া নির্বাচনকে সামনে রেখে নিজের পছন্দের ব্যাক্তিদের কাউন্সিলরশিপ দিচ্ছেন বর্তমান কমিটির শীর্ষ এক কর্মকর্তা- এই অভিযোগ বক্সিংয়ের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সংগঠকের। তারা এ ব্যাপারে ফেডারেশন সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে বক্সিং ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন,‘এপ্রিল মাস পুরোটাই রমজান থাকবে। তাই আমরা আগে ভাগেই নির্বাচনের আয়োজন করতে চাই। এতে কারো আপত্তি থাকার কথা নয়।’ কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের ভিত্তিতে তুহিন বলেন, ‘আমাদের সবকিছুই ওপেন রয়েছে। সুবিধা আদায়ের জন্য কাউন্সিলরদের উপর কেউ প্রভাব খাটাচ্ছেন না। তাছাড়া কারো পছন্দের ব্যাক্তিকে কাউন্সিলরশিপ দেয়ার প্রশ্নই ওঠে না। কোথাও কোন সমস্যা হলে দায়িত্বশীলরা তা দেখতে পারেন।’

এ প্রসঙ্গে বক্সিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান মঙ্গলবার বলেন, ‘নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, এটা জানি। তবে এ ব্যাপারে বর্তমান দায়িত্বশীলরা আমাকে এখনো কিছু জানাননি। স্বচ্ছ্বতার ভিত্তিতে আগে কাউন্সিলরশিপ চূড়ান্ত হোক, তারপর নির্বাচন নিয়ে কথা বলা যাবে। আশাকরি সবার অংশগ্রহণে বক্সিংয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন