বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দ্বিতীয় ধাপে নতুন করে বিপিএলের যাত্রা

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ঘূর্ণিঝড় ‘নাডা’ আঘাত হানতে পারেনি, তবে নাডা’র প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ঠ নিন্মচাপ লÐভÐ করে দিয়েছে বিপিএল’র আয়োজনকে। সর্বাধুনিক প্রযুক্তিতে ম্যাচ সম্প্রচারে ব্যাপক প্রস্তুতি নিয়েও ৪ নভেম্বর থেকে অলসভাবে কাটাচ্ছে চ্যানেল নাইন এর ক্যামেরা ক্রু’রা। বিপিএল’এ ধারাভাষ্য দিতে এসে বেকার সময় কাটাচ্ছেন ধারাভাষ্যকররা। গত ৪ এবং ৫ নভেম্বরে নির্ধারিত ম্যাচ চারটির একটিতে শুধু করতে পেরেছে টস,বেলুন উড়িয়ে বিপিএল’র উদ্বোধন করতে পেরেছেন শুধু বিসিবি সভাপতি। তবে বিপিএল গড়ায়নি মাঠে। টানা বর্ষনে পরিস্থিতির মুখে গত ৫ নভেম্বর বিপিএল স্থগিত করে ৮ নভেম্বর থেকে নুতন করে আসরটি শুরুর ঘোষনা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফর্সা আকাশে নুতন শুরুর এই বিপিএল দামামায় আজ উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। উদ্বোধনী দিনে ফ্লাড লাইটের আলোয় গতবারের রানার্স আপ বরিশাল বুলসে’র প্রতিপক্ষ রাজধানীবাসীর প্রানের দল ঢাকা ডায়নামাইটস।
প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ তামীমের চিটাগাং ভাইকিংস। তবে গতবার মাঝারিমানের দল নিয়ে শিরোপা উৎসব করায় এবার ভারসাম্যপূর্ণ দল পেয়ে দারুন শুরুর স্বপ্ন দেখছেন কুমিল্লা কিংসের বাঁ হাতি ওপেনার ইমরুল কায়েসÑ‘গতবারের দলটা গড়পতা দল ছিল। গতবারের চেয়ে এবছর আমাদের দল অনেক ভারসাম্যপূর্ন হয়েছে। আমাদের খেলায়াড়রা যদি আমাদের সামর্থ অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো কিছু আশা করি। চিটাগং ভাইকিংস শক্তিশালী, তবে আমরা চেষ্টা করবো আমাদের সেরা ক্রিকেট, গেম প্ল্যান ও খেলোয়াড় অনুযায়ী সেরাটা খেলতে। জাতীয় দলে তামীমের সঙ্গে করেন ওপেন,বিপিএলএ ইমরুলের প্রতিপক্ষ সেখানে তামীম। তবে পেশাদার ক্রিকেটার বলে পারফরমেন্সকেই নিজের জন্য চ্যালেঞ্জ মনে করছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে প্রত্যাশার চাপ নিয়ে খেলার পক্ষপাতী নন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ওপেনার। দলটি একটি পরিবারের মতো,খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াটাও দারুন। এটাকেই সহায়ক শক্তি মনে করছেন ইমরুল। তবে গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন এবার চিটাগাং ভাইকিংসের কোচ। ক্রিকেট গুরু সালাউদ্দিনকে পেয়ে তাই দারুণ কিছুর সম্ভাবনা দেখছেন চিটাগাং কিংসের বাঁ হাতি স্পিনার রাজ্জাক রাজÑ‘আমার জন্য শুধু নয়, দলের উপকারও হবে।’ ভারসাম্যপূর্ন দলটির মূল শক্তি স্পিন,তা জানিয়ে দিয়েছেন রাজÑ‘এই কন্ডিশনে গত কয়েক বছরে পেসার-স্পিনার সবাই ভালো করছে। আমাদের দলের স্পিন তুলনামুলক বেটার, আমি, সাকলাইন, শ্রীলঙ্কার চতুরঙ্গা ডি সিলভা বাঁ হাতি স্পিনার। লেগ স্পিনার জুবায়ের, অফ স্পিনার শোয়েব মালিকও মোহাম্মদ নবি আছে।’
এদিকে টেস্ট সিরিজের পর মাত্র তিন দিন বিরতি শেষে বিপিএলে অবতীর্ন হতে যেয়ে যে দূর্ভাবনা ছিল,বৈরি আবহাওয়ার কারনে ক’দিন অতিরিক্ত সময় পেয়ে বিপিএল নুতন করে মাঠে গড়াচ্ছে বলে সে দূর্ভাবনা গেছে কেটে ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিবের। আজ ফ্লাড লাইটে বিপিএল’র গত আসরের রানার্স আপ বরিশাল বুলসে’র বিপক্ষে অবতীর্ন হওয়ার আগে সাকিব তাই একটু বেশি ফুরফুরেÑ‘ এই বিশ্রামে নিজেদেরকে বোঝার সুযোগ হবে। কারণ আমরা বাড়তি প্র্যাকটিস করার সুযোগ পেলাম। সবার এক সাথে কথা বলার সুযোগ হয়েছে।’ টীম ভর্তি বিদেশী তারকা,তবে এটাকেই নিয়তি বলে ধরে নিয়েছেন সাকিবÑ‘আমি যে টিমে খেলি ওই টিমেই তারকা বেশি থাকে। গত বছর রংপুর রাইডার্সও সবচেয়ে ভাল দল ছিল। কম্বিনেশন ভালো হয়েছে, এখন মাঠে পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ সব সময়ই আলাদা একটা গুরুত্ব থাকে। ভালো একটা ফলাফল নিয়ে বের হতে পারলে তখন অনেক আত্মবিশ্বাস চলে আসে। আমরা সে দিকে ফোকাস করছি।’
২০১৩ সালে অনুষ্ঠিত বিপিএলে পারফর্ম করে ফিরেছিলেন জাতীয় দলে। এবারো তাই বিপিএলকে নিয়েছেন সিরিয়াসলি বরিশাল বুলসে’র টপ অর্ডার শাহরিয়ার নাফিসÑ‘আমার টার্গেট থাকবে দলের জন্য অবশ্যই ভালো পারফরম্যান্স করা। এবং প্রত্যেকটা ইনিংসে আমার চেষ্টা থাকবে আমি যেন দলকে জেতানোর জন্য অবদান রাখতে পারি।’ পাওয়ার প্লেকে কাজে লাগানোর কথাও ভাবছেন তিনি। মুশফিকুরকে অধিনায়ক হিসেবে পেয়ে দারুণ কিছুর স্বপ্ন দেখছেন শাহরিয়ার নাফিসÑ‘ভাল বোলিং সাইডের পাশাপাশি আমাদের ব্যাটিং সাইডও ভাল। মুশফিকের মতো একজনকে আমরা অধিনায়ক হিসােবে পেয়েছি। আমাদের টিমটা খুব ভারসাম্যপূর্ন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন