ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রাণ গ্লুকোজ(ডি)-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে। রাজধানীর সেগুনবাগিচাস্থ ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠেয় পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে খেলবেন সংগঠনের ৯৬ জন সদস্য। টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন তথ্য তুলে ধরেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ কনফেকশনারির ব্র্যান্ড ম্যানেজার শামীম সরকার ও হেড অব মার্কেটিং সাখাওয়াত আহামেদ সাকি।
সংবাদ সম্মেলনে নিজ বক্তব্যে ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল সদস্য খেলার নিয়মাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভবিষ্যতেও ডিআরইউর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন