মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পশ্চিম রামনগর এলাকায় সড়ক ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শওকত মÐল নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত শওকত ফরিদপুরের মধুখালী উপজেলার মৃত ময়েন উদ্দিন মÐলের ছেলে। মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, সোমবার রাত তিনটার দিকে ডাকাতরা রামনগর এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছিলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, গাছ কাটা করাত ও চারটি রামদা উদ্ধার করে। নিহত শওকত মÐলের বিরুদ্ধে ফরিদপুর, মধুখালী ও বালিয়াকান্দি থানায় ছয়টি ডাকাতি মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন