শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সিনজেনটার সকল কার্যালয়ে নারী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ৭:৪৮ পিএম

সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ৮ই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে দেশজুড়ে সিনজেনটার সকল কার্যালয়ে তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। বিশ্বব্যাপী এবারের নারী দিবসের শ্লোগান “ ব্রেক দ্যা বাইয়াস” , এই কার্যক্রমের আওতায় সিনজেনটার কান্ট্রি লিডারশিপ টিম এর প্যানেল আলোচনা, আত্মসচেতনতা মূলক আলোচনা, নারী কর্মীদের উপহার প্রদান, ভবিষ্যতের প্রতিশ্রুতিবদ্ধতা সহ নতুন পদক্ষেপ সমূহ পর্যালোচনা করা হয়। এছাড়াও নারী কর্মীরা তাদের সাফল্যের গল্প, কোম্পানির প্রতি তাদের ইতিবাচক মনোভাব কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন। এই বিষয়ে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম গোলাম তৌহিদ বলেন “ দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অবদান অনস্বীকার্য । কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি নেতৃত্ব প্রদানের প্রতিশ্রুতি অব্যাহত রক্ষায় সিনজেনটা সচেস্ট এবং সর্বদা কাজ করে যাচ্ছে। এরই ফলশ্রুতিতে প্রান্তিক কৃষিপরিবার থেকে মেয়েদের উচ্চশিক্ষায় বৃত্তি প্রদান সহ নানান পদক্ষেপ গ্রহণ করেছে” । তিনি ভবিষ্যৎতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন ।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন