শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের জয়জয়কার

কুমিল্লা বার নির্বাচন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২২-২০২৩ ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) ১১টি পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) ৪টি পদে বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল ১১৫৪ জন। শুক্রবার সকালে ফলাফল জানা যায়। সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের আহসান উল্লাহ খন্দকার , সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের মো. আব্দুল মান্নান মজুমদার ও নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, কোষাধ্যক্ষ মো. আমির হোসেন খান, লাইব্রেরি সম্পাদক পদে নীল প্যানেলের লোকমান আহমেদ, এনরোলমেন্ট সম্পাদক আব্দুস সবুর, আই টি সম্পাদক সাদা প্যানেলের এএমএম মইন, রিক্রিয়েশন সম্পাদক শাহাবুদ্দিন এবং সদস্য পদে সাদা প্যানেলের আব্দুল হান্নান ( লিটন), মো: ওমর খালিদ, ফাহমিদা রহমান (সুপ্তি), নীল প্যানেলের ফাহিমা আক্তার ও মো: নুরুল ইসলাম বিজয়ী হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন