শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পীরগঞ্জে মাদ্রাসায় চুরি নৈশ প্রহরীর স্বীকারোক্তি গ্রেফতার ২

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া মাদ্রাসায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা পরিচালনা পর্ষদের দু’সদস্যকে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে ওই মাদ্রাসার গ্রেফতারকৃত নৈশ প্রহরীর স্বীকরোক্তি অনুযায়ী এদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- অভিভাবক সদস্য জাফরপাড়া গ্রামের হারুন অর রশিদের পুত্র, ছোট উজিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাফিউল ইসলাম (৩৮) ও একই গ্রামের আজিজার রহমানের পুত্র পল্লী চিকিৎসক রেজাউল করিম (৪০)। আর এর আগে প্রতিষ্ঠানের নৈশ প্রহরী জাফরপাড়া গ্রামের মৃত আফছার আলীর পুত্র আব্দুস সাত্তার গাছু (৫৫)-কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে উপজেলার জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্্রাসায় রহস্যজনক চুরি সংঘটিত হয়। এতে মাদ্্রাসার দ্বিতল ভবনের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক বিশ্রামাগার, অফিস কক্ষসহ ৫টি কক্ষের দরজার তালা ভেঙে শিক্ষার্থীদের সংরক্ষিত সনদপত্র, মাদ্্রাসার জমির দলিল, পড়চা ও চেক বইসহ মূল্যবান কাগজপত্র এবং নগদ ৩৭ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় গত সোমবার সকালে মাদ্্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত অপর অভিভাবক সদস্য মফিদুল ইসলাম পলাতক রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক জানান, দীর্ঘদিন দায়িত্বের অপব্যবহার করে সদস্যরা উপবৃত্তি, পরীক্ষার ফি, মাদ্্রাসার উন্নয়নে প্রদত্ত সরকারি প্রকল্প এবং জমি লীজের টাকা আত্মসাৎসহ বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে বাধা প্রদান করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন