বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বড় দুই কেলেঙ্কারি

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনে কেলেঙ্কারি হয়। এ নিয়ে নানা অভিযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের নির্বাচনে তা জোরালোভাবে কখনো শোনা যায়নি। তবে এবারে এ নিয়ে বেশ সরগরম যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব। যদিও সে কেলেঙ্কারির পরিমাণ খুব বেশি না। তবে কমও নয় বলে মনে করেন অনেকে। যুক্তরাষ্ট্রে নির্বাচনী কেলেঙ্কারির কথা উঠলে প্রথমেই যে নামটা ওঠে আসে তা হলো ওয়াটারগেট কেলেঙ্কারি। দেশটির ডেমোক্রেটিক পার্টির সদর দফতর এবং বাণিজ্যিক ভবন এই ওয়াটারগেট। ১৯৭২ সালে সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার সহযোগীরা নির্বাচন-পূর্ববর্তী সময়ে বিরোধী দলের নির্বাচনী প্রচার ও রাজনৈতিক তথ্য টেলিফোনে আড়ি পেতে শোনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তী সময়ে ঘটনা ফাঁস হয়ে যায়। এরপর রিচার্ড নিক্সনকে অভিশংসনের মুখোমুখি হতে হয় আদালতে। ওই বছর ওয়াটারগেট কেলেঙ্কারির ৪৪ বছরপূর্তি হচ্ছে। কিছুদিন আগে, অর্থাৎ প্রায় ৪০ বছর পর ওয়াটারগেট কেলেঙ্কারির গোপন নথিপত্র প্রকাশিত হয়েছে। 

এছাড়াও নির্বাচনী প্রচারণার সময় প্রায়ই প্রার্থীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগ করেন, একে অপরের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেন। এবারের নির্বাচনে যাতে কোনো ধরনের কেলেঙ্কারি না হয়, সে কারণে ভোট কেন্দ্রগুলোতে পর্যবেক্ষকদের পাশাপাশি প্রত্যক্ষ নজরদারি রাখবেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির আইনজ্ঞরা। এমনটা হয়েছিল ২০১২ সালেও। ২০০০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষাপটে দল দুটির পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, ২০০০ সালের নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে পুনরায় ভোট গণনার পর রিপাবলিকান পার্টির প্রার্থী জর্জ ডাব্লিউ বুশ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আল গোরের কাছে পপুলার ভোটে হারেন। কিন্তু ইলেক্টোরাল কলেজের ভোট তার তুলনায় বেশি পান। সিএনএন, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন