শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ চলছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ৪:০০ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ চলছে।
রোববার বেলা ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বিশিষ্ট শিক্ষাবিদের সঙ্গে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন ইসির প্রথম ধাপের মতবিনিময় শুরু হয়েছে। এরপর ধারাবাহিকভাবে প্রতি রোববার নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয়দের সাথে ইসির সংলাপ চলবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চলতি সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে আমাদের কমিশনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নিতে পারি সেজন্য গুণীজনের কাছে আমরা পরামর্শ চাই। শিক্ষাবিদরা নির্বাচন নিয়ে নানা ধরনের লেখালেখি করেন। আমার বিশ্বাস আপনাদের পরামর্শ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন