শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিপাকে চালক ও যাত্রীরা, ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১১:১৩ এএম

শনি-রোববার মতো ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় সোমবারও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে নাকাল হয়ে পড়েছে সড়কে চলাচলরত গাড়ির চালক ও যাত্রীরা। সেইসঙ্গে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রাও। অনেকে হেঁটে গন্তব্যে ফিরছেন।

যাত্রীদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে ঢাকা-আরিচা মহাসড়কে উন্নয়নমূলক কাজ চলছে। ফলে, সাভারের গেন্ডা থেকে থানা বাসস্ট্যান্ড, নবীনগর, ধামরাইয়ের ঢুলিভিটা ও ইসলামপুরসহ অনেক জায়গায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশও যানজট নিয়ন্ত্রণ করতে পারছেন না। এর ফলে চরম বিপাকে পড়ছে সাধারণ মানুষজন।

সাভারের থানা রোড থেকে মুক্তিরমোড়, সিএমবি-আশুলিয়া সড়কের কলমা, চারাবাগানসহ বিভিন্ন স্থানেও যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র যানজট দেখা গেছে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন এলাকায়। যাত্রী ও চালকেরা যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি জানান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন