শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বর্তমানে নিত্যপণ্যের বাজার জোটবদ্ধ ব্যক্তি-গোষ্ঠীর নিয়ন্ত্রণে: হাইকোর্ট বেঞ্চ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১০:৪৬ এএম

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মনে করে, আইন থাকলেও প্রয়োগ না থাকায় নিত্যপণ্যের বাজার ‘জোটবদ্ধ ব্যক্তি-গোষ্ঠীর’ নিয়ন্ত্রণে চলে গেছে।

বাজারে কোনো ‘সিন্ডিকেট নেই’ বলে মন্ত্রীদের দাবির মুখে সোমবার এক রিট আবেদনের শুনানিতে তারা এমন মন্তব্য করেন।

সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে করা এই রিট আবেদনে আদালত কোনো আদেশ না দিলেও বলেছে, প্রতিযোগিতামূলক বাজার নিয়ন্ত্রণে সরকার আইন করলেও এখন পর্যন্ত বিধি না করায় আইনের প্রয়োগ বা বাস্তবায়ন সম্ভবপর হচ্ছে না। আর এর সুযোগ নিচ্ছে জোটবদ্ধ ব্যক্তি-গোষ্ঠী।

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করার আদেশ চেয়ে গত ৬ মার্চ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী সৈয়দ মহিদুল কবির, মনির হোসেন ও মোহাম্মদ উল্লাহ।

সোমবার আদেশ দেওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি সংশোধন করে আনতে বলে মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি রেখেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন