বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাদিসুর রহমানের জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১০:৫৯ এএম

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের লাশ বরগুনায় বাড়িতে পৌঁছানোর পর থেকে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার সকাল ১০টায় বাড়ি সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

সোমবার রাত পৌনে ৯টার দিকে হাদিসুরের কফিন বহনকারী অ্যাম্বুলেন্সটি বেতাগী উপজেলায় তার বাড়িতে পৌঁছায়। এ সময় হাদিসুরের বাড়িতে একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন হাদিসুরের মাসহ স্বজনরা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে শেষ গোসল করানো হয় হাদিসুরকে। এরপর ১০টায় বাড়ি সংলগ্ন মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে হাজারো মানুষ অংশগ্রহণ করে। জানাজা শেষে সবাই শেষবারের মতো শ্রদ্ধা জানান।

এর আগে সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান হাদিসুরের মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় হাদিসুরের কফিন নিয়ে বরগুনার উদ্দেশে রওনা হন স্বজনরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন