বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার ১০ বছর করে কারাদন্ড

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : গ্রাহকের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের দায়ে বরিশালে গ্রামীন ব্যাংকের রায়পাশা শাখার সাবেক ব্যবস্থাপক ও ক্যাশিয়ারকে ১০ বছর করে কারাদÐ এবং ২৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদÐাদেশ দিয়েছে আদালত। বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন। দÐিতরা হচ্ছে, বরিশাল সদর উপজেলার রায়পাশা শাখার সাবেক ব্যবস্থাপক ও যশোর জেলার বাসিন্দা দেলোয়ার হাসান ও একই শাখার ক্যাশিয়ার এবং বাগেরহাট জেলার বাসিন্দা শাহ আলম।
দেলোয়ার হাসান গ্রামীন ব্যাংক বরিশাল সদর উপজেলার রায়পাশা শাখায় ব্যবস্থাপক ও একই শাখায় শাহ আলম ক্যাশিয়ার থাকাকালীন অবস্থায় ২০১১ সালের ১০ মার্চ হতে ওই বছরের ৭ জুলাই পর্যন্ত ৯ জন আমানতকারীর হিসাব থেকে ১৭ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করে। গ্রাহকদের স্বাক্ষর জাল করে এসব অর্থ উত্তোলন করা হয়।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন-দুদক বরিশাল কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদি হয়ে ২০১২ সালের ৩ অক্টোবর কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের বরিশাল কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক বাহাদুর আলম তদন্ত শেষে ব্যবস্থাপক দেলোয়ার হাসান ও একই শাখার ক্যাশিয়ার শাহ আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন