শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা : দুই আসামির জামিন প্রশ্নে রুল

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার দুই আসামি আনিসুল ইসলাম রাজা ও সমীরের জামিন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাকে জামিন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার আহসান হাবীব ও জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুককে গুলি করে হত্যা করা হয়। পরে বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন নিহতের স্ত্রী। এ মামলায় স্থানীয় সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান রানা ও তার চার ভাই এ মামলার এজাহারভুক্ত আসামি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন