বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে সম্মত রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ৬:০৫ পিএম

৩৫৫ দিন ধরে মহাকাশে আছেন যুক্তরাষ্ট্রের মার্ক ভান্ডে হেই। ভয় ও উদ্বেগ তৈরি হয়েছিলো যে তাকে রুশ ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে কিনা। কিন্তু পরে এটি নিশ্চিত করা হয়েছে যে তাকে বাড়ি ফিরিয়ে আনা হবে।

আর দুজন রাশিয়ানের সাথে এই আমেরিকান ফিরে আসবেন এবং তারা কাজাখস্তানে অবতরণ করবেন। নাসার একজন প্রোগ্রাম ম্যানেজার জোয়েল মনতালবানো বলেছেন, "আমি নিশ্চিত মার্ক বাড়ি ফিরবে। রাশিয়ান সহকর্মীদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। এ নিয়ে কোন সন্দেহ নেই"।

এদিকে, পশ্চিমারা যেহেতু রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা চাপাচ্ছে তাই মস্কোও পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২ মার্কিন কর্মকর্তার ওপর। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও প্রেসিডেন্ট পুত্র হান্টার বাইডেনও রয়েছেন।

এ নিষেধাজ্ঞার কারণে এসব ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না এবং রাশিয়ায় তাদের সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। সূত্র: বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন