আজ বুধবার,বিরামপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের নবাবগঞ্জ থানার বাজিতপুর বাজারের পূর্ব পাশে ব্রিজ সংলগ্ন স্থানে দিনাজপুর গামী মাল বোঝাই একটি ট্রাক, উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
এ সময় ট্রাকের চালক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তাঁতিবন্দ গ্রামের আশরাফ আলীর ছেলে ড্রাইভার শাহিন (৪০) ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের হেলপার একই এলাকার আজিজুর রহমানের ছেলে আসিফ (২৫) গুরুতর আহত হয় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উলটা চালক মারা যায় হেল্পার গুরুতর আহত হয় বলেও নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন