মাগুরার শ্রীপুর উপজেলার মাটিকাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মেসার্স খাঁন ট্রেডার্স নামক সার ও কীটনাশকের দোকানে নকল কীটনাশক রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা ও ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত একই সময়ে উক্ত ডিলারের বাড়িতে অভিযান চালিয়ে নকল কীটনাশকের কারখানা পেয়ে দোকান ও কারখানা সীলগালাসহ কীটনাশকের লাইসেন্স জব্দ করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব শ্যামানন্দ কুন্ডু। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন সঙ্গে ছিলেন ।
উল্লেখ্য, গত সপ্তাহে ঐ দোকানের কীটনাশক ব্যবহার করে উপজেলার কমলাপুর ও ঘাসিয়াড়া মাঠের অন্তত ১০ জন কৃষকের প্রায় ৭ একর জমির পেঁয়াজ একেবারে নষ্ট হয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন