বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুপ্রিম কোর্ট বার নির্বাচন অনুষ্ঠিত

অপেক্ষা ফলাফলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ১২:০২ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দুই দিন ব্যাপি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীদের বৃহৎ এই সংগঠনের সদস্যরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফলাফলের। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) ভোট গণনা চলছিলো। গতকাল বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় দিনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। দুই দিন ব্যাপি নির্বাচনে প্রথম দিন ২৮১৭ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুপ্রিম কোর্ট বার ভবনের অডিটোরিয়ামে স্থাপিত ৫২টি বুথে ভোট গ্রহণ করা হয়। মাঝে এক ঘণ্টার মধ্যাহ্ন বিরতিসহ বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ভোটার তালিকায় নাম উঠেছে ৮ হাজার ৬২৩ জন আইনজীবীর। সুপ্রিম কোর্ট বারে বছরের সবচেয়ে বড় এই অনুষ্ঠানকে ঘিরে আদালত প্রাঙ্গণ দু’দিন ছিলো হাজারো আইনজীবীতে মুখরিত। সিনিয়র অ্যাডভোকেট এ.ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা করে। নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করে।
বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সম্পাদক পদে ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, সহ-সভাপতি পদে মোহাম্মদ মনিরুজ্জামান ও আসরারুল হক, কোষাধ্যক্ষ পদে মো: কামাল হোসেন,সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মাহবুবুর রহমান খান।
সদস্য পদে, গোলাম আক্তার জাকির, মঞ্জুরুল আলম সুজন, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, ফাতিমা আক্তার, মো: কামরুল ইসলাম, কামাল বাচ্চু আনোয়ারুল ইসলাম বাঁধন।আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা হলেন,সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট মো: মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো: শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন। সম্পাদক পদে মো: আবদুন নুর (দুলাল)। কোষাধ্যক্ষ পদে মো: ইকবাল করিম, সহ-সম্পাদক পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো: হারুন অর রশিদ প্রতিদ্ব›দ্বীতা করছেন। নির্বাহী সদস্য পদের প্রার্থীরা হলেন, ফাতেমা বেগম, হাসান তারিক, মো: মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুÐ। দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ব্যারিস্টার তানিয়া আমীর ও ইউনুছ আলী আকন্দ। এছাড়াও দু’টি পদে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। তারা হলেন, সহ-সভাপতি পদে মঈন উদ্দিন ফারুকী ও সহ-সম্পাদক পদে আব্দুল করিম। অপর একজন সহ-সম্পাদক প্রার্থী হলেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ভূঁইয়া। ভোটের মাধ্যমে নির্বাচিত ১৪ সদস্যের এই কমিটি ২০২২-২০২৩ সাল মেয়াদে দায়িত্ব পালন করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন