শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

এক বইতে তিন বছর...

ফাহিম ফিরোজ | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১২:১৪ এএম

মৌলিক লেখকরা এমনি লাজুক। নিজেকে আড়াল করতে ভালোবাসেন নিজের ছবি ছাপতেও অনিচ্ছুক। এক বই লিখতে তার তিন বছর। তিনি জানান, প্রতিটা দৃশ্যায়নের সাদাকালো অক্ষরের জন্য করতে হয়েছে নিরন্তর চেষ্টা সংগ্রাম। ঘরে শুয়ে রাজ্য জয়ের মত বিলাসিতা না। আধো রাতে বেরিয়ে গেছি ঘর ছেড়ে।

‘তুর্যপুত্র’ বইটিতে অনেকগুলো পর্ব আছে অধ্যায় আছে। প্রত্যেক চরিত্রের আলাদা আদর্শগত মান আছে। চরিত্রদেরকে হেলাফেলার শিকারে পরিণত করেছে তার সমাজ, লেখক করেনি। সচিত্র প্রতিবেদন উপন্যাসের কাজ না। তবে ঔপন্যাসিক তার সুনিপুণ শব্দের ব্যবহারিক আঁচড় ঠিকমত দিতে কুণ্ঠা বা কার্পণ্য কোনটাই আমি করিনি। সারা বই জুড়ে নিসর্গ স্বর্গরূপ, হঠাৎ জাহান্নামে হোঁচট, উদাসীন ফুরফুরে হৃদয়- বিদীর্ণ পৃথিবীর শোক ও সুখ- উত্থান পতন ও আনন্দ বেদনার কড়কড়ে গাঁথা পাঠকের মনকে নাড়িয়ে তুলবে বলে বিশ্বাস করি। প্রকাশক দেশ পাবলিকেশন। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন