বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে জুয়েল আটক

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ৯:২০ পিএম

ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী আরাফাত হোসেন ওরফে ভাগ্নে জুয়েলকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বহুল আলোচিত ২ হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামী দুই ভাই শহর আওয়ামীলীগের অব্যাহতি সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের ভাগ্নে জুয়েল ব্রাহ্মনকান্দার মৃত মনসুর মোল্যার ছেলে।

তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানা ও ঢাকার সাভার থানায় হত্যা, অস্ত্র মামলা এ মাদক আইনে হাফ ডজনেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।

শনিবার (১৯ মার্চ) জেলা সদরের ব্রাক্ষ্মণকান্দা এলাকা হতে ভাগ্নে জুয়েলকে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতার ভাগ্নে জুয়েল ফরিদপুরের মাদক সম্রাজ্ঞী শাহেদার মেয়ে ফারজানা ওরফে ফারজুর (৩২) প্রথম স্বামী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন