শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

র‌্যাঙ্কিং আরচ্যারিতে নাসরিনের তিন স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১২:০০ এএম

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচ্যারি চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণপদক জেতার কৃতিত্ব অর্জন করেছেন বাংলাদেশের নাসরিন আক্তার। গতকাল থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত রিকার্ভ নারী একক, দলগত ও দ্বৈতে এই তিন ইভেন্টে সেরা হয়ে স্বর্ণ জেতেন লাল সবুজের আরচাররা। রিকার্ভ নারী এককে অল বাংলাদেশ ফাইনালে নাসরিন আক্তার ৬-২ সেটে দিয়া সিদ্দিকীকে হারিয়ে সোনা জিতে নেন। একই দিন রিকার্ভ নারী দলগতের ফাইনালে ভারতকে ৬-৫ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জয় করেন বাংলাদেশের নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা। এছাড়া এদিন রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে রোমান সানা ও নাসরিন আক্তার ৫-৩ পয়েন্টে ভারতকে হারিয়ে সেরা হন। ফলে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচ্যারিতে বাংলাদেশ জাতীয় আরচ্যারী দল তিনটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জয় করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন