শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার রাশিয়ায় অ্যালুমিনিয়াম রপ্তানি নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১০:৩৩ এএম

এবার রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম রপ্তানি নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে নতুন নিষেধাজ্ঞার আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে অজি প্রশাসন। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, ‘রাশিয়ার ২০ শতাংশ অ্যালুমিনিয়ার চাহিদা অস্ট্রেলিয়া মেটায়।’ বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের সক্ষমতা কমাবে। -বিবিসি

এ নিয়ে রাশিয়ার ওপর ৪৭৬টি নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া। এদিকে ইউক্রেনে সেনা অভিযানের পর থেকে শুধু কিয়েভেই ১২৭ রুশ নাশকতাকারীকে বন্দির দাবি করেছে, শহরটির প্রশাসন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান মিকোলা ঝিরনভ জানিয়েছেন, ‘ রাশিয়ার সেনা অভিযোনের পর থেকে এ পর্যন্ত ১৪টি গ্রুপে থাকা ১২৭ নাশকতাকারীকে আটক করা হয়েছে। ঝিরনভের দাবি, চেকপয়েন্ট আর রাস্তায় রাস্তায় তল্লাশি এই নাশকতাকারীদের ধরতে ব্যাপক সহায়তা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন