মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং টি.কে. স্পোর্টসের যৌথ উদ্যোগে স¤প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। হোটেল র্যাডিসন বøু, ঢাকায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে, ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এমটিবি’র চেয়ারম্যান, এম.এ. রউফ, জেপি, প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদ্বয়, খালেদ মাহমুদ সুজন ও নাইমুর রহমান দুর্জয়, এমপি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়বৃন্দ, টি.কে. স্পোর্টসের স্বত্ত¡াধিকারি, তারেক আজিজ খান এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং এমটিবি ক্রিকেট টিমের অধিনায়ক, মো. রুহুল নিয়ামুর রশীদসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধŸতন কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন