শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আবারও কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৯:১৭ এএম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৪৯ টাকা কমে এখন ৭৭ হাজার ৯৯ টাকা ভরি। আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে নতুন দর কার্যকর হচ্ছে। সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে।

আন্তর্জাতিক বাজার এবং দেশে বুলিয়ন বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে আসায় দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে দুই দফা কমল স্বর্ণের দাম।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের স্বর্ণের দর ৭৩ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেট মানের দর ৬৩ হাজার ১০২ টাকা। সনাতনী স্বর্ণের দর ৫২ হাজার ৬০৪ টাকা। তবে রুপার দর এক হাজার ৫১৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন