রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সিনেমা হলগুলোকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করা হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১:২০ পিএম

দেশের সিনেমা হলগুলোতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের মাঝে ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও চেক তুলে দেওয়ার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান।

সমাজ গঠনে চলচ্চিত্রের বিরাট ভূমিকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বিনোদনের পাশাপাশি সমাজ সংস্কার ও দেশ গঠনেও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পীদের জীবনমান উন্নয়নে শিল্প কল্যাণ তহবিলে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

অনুষ্ঠানে আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদকে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এর আজীবন সম্মাননা দেওয়া হয়। আনোয়ারা বেগম অসুস্থ থাকায় তার পক্ষে মেয়ে মুক্তি পুরস্কার নেন। পুরস্কার দেওয়ার আগে তাদের নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

চলচ্চিত্রের বিভিন্ন শাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ দেওয়া হচ্ছে। এবার মোট ২৭টি বিভাগে ২৯ জনকে সিনেমায় রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, তথ্যসচিব মকবুল হোসেন এবং জাতীয় সংসদের তথ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু অনুষ্ঠানমঞ্চে উপস্থিত আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন