বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ডিএসইতে ৫৯ শতাংশ কোম্পানির পতন

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে। এছাড়া দুই শেয়ারবাজারেই মূল্যসূচকের পতন হয়েছে। বুধবারের লেনদেনে এই পতন হয়েছে। গতকাল ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৭টি বা ২৭ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৯১টি বা ৫৯ শতাংশ কোম্পানির দর কমেছে এবং ৪৪টি বা ১৪ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৮০ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ৮৩ পয়েন্ট কমেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৯৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৪৩ কোটি ৭০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৮ কোটি ৭৫ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ১২০ পয়েন্টে এবং ৭ দশমিক ৩০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, শাশা ডেনিমস, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, ফরচুনা সু, গোল্ডেন হার্ভেস্ট, পাওয়ার গ্রিড এবং পেনিনসুলা হোটেল।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪১ কোটি ১৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি।
সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে ৮ হাজার ৭৪১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৭২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, আরএকে সিরামিকস, ওরিয়ন ফার্মা, এসিআই, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পেনিনসুলা হোটেল, ফরচুনা সু এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন