শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমি দখলে বাধা দেয়ায় হামলা, দম্পতি আহত

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
আমতলীর গুলীশাখালীতে জোরপূর্বক জমি দখল করাকে কেন্দ্র করে হামলায় স্বামী-স্ত্রী ২ জন গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে আমতলী ম্যাজিস্টেট কোর্টে মমলা ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরনে জানা গেছে, সম্প্রতি আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে ধীরেন চন্দ্র মিস্ত্রি ও গুলিশাখালী মৌজার ৬০১ নং খতিয়ানের ২১১১ দাগের জমি পার্শ্ববর্তী যোগেন্দ্র চন্দ্র শিকারির পুত্র জয় শিকারী মন্টু শিঃ, ঝন্টু শিঃ সহ কয়েক জন জোরপূর্বক আইল সীমানা কেটে জবর দখল করতে চাইলে জমির ধীরেন্দ্র চন্দ্র মিস্ত্রি ও জামাই রতন অধিকারী বাধা সৃষ্টি করে। বাধা উপেক্ষা করে জয় শিঃ গং লাঠিসোটা  নিয়ে রতন অধিকারিকে বেধরক পিটাতে থাকে। তার চিৎকারে স্ত্রী ৯ মাসের গর্ভবতী মনিকা স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে উভয়ে গুরুতর আহত হয়। আহতদের প্রথমে  আমতলী হাসপাতালে ও পরে পটুয়াখালী হাসপাতালে ভর্তি  করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন