শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সেনা তুলে নিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে : ব্রিটেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:৩৯ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে অভিযান চালানো বন্ধ এবং ভবিষ্যতে দেশটিতে এ ধরনের কার্যক্রম না করার প্রতিশ্রুতি যদি দেন, তবে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। দৈনিক টেলিগ্রাফে এ কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তার জন্য ব্রিটেনের পররাষ্ট্র দফতরে একটি ‘নেগোসিয়েশন ইউনিট’ প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান তিনি। যুদ্ধ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ব্রিটেনের এমন মন্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিনের। এর মধ্যেই রুশ বাহিনী ইউক্রেনের পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহরে শক্তিশালী রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে কিয়েভ। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যান্য শহরেও হামলা জোরদার করেছে তারা। স¤প্রতি ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়ান সেনারা। ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে দুই দিন সফর শেষে শনিবার এ কথা বলেন তিনি। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বাইডেন বলেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন আর ক্ষমতায় থাকতে পারেন না।’ বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন