শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পুলিশ ও ভ্যানচালকের তুচ্ছ ঘটনায় মামলা আটক ৭

হিজলা (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:৩৮ এএম

হিজলায় হরিনাথপুর ইউনিয়নের ধনুসিকদার বন্দরে বাজারের উত্তর মাথায় ভ্যানচালক মনির রাঢ়ি (২৫) এর ভ্যানে অসাবধানতা বশত পুলিশ কনস্টেবল মেহেদির গায়ে ধাক্কা লেগে জখম হয়। এতে কনস্টেবল মেহেদী ভ্যানচালককে ধরে মারধর করে। ভ্যানচালক মনির কনস্টেবল-এর কাছে ক্ষমা চাওয়ার পরেও তাকে মারধর করে। তখন মনিরের ভ্যানে বহন করতেছিল হরিনাথপুর আ.লীগ এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রয়োজনীয় চেয়ার টেবিল। ঘটনাস্থলে উপস্থিত ছিল যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। গত শনিবার সন্ধ্যায় উক্ত ঘটনার প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষোভ করে হরিনাথপুরে অবস্থিত শাওড়া শৈয়দখালি পুলিশ ফাঁড়ির সম্মুখে অবস্থান করে। এতে পুলিশ ও নেতাকর্মীদের মাঝে বাকবিতণ্ডে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান ইনকিলাব প্রতিনিধিকে জানান, ১৫০ জন বিক্ষিপ্ত জনতার মধ্যে কয়েকজন ফাঁড়ি মধ্যে প্রবেশ করে কনস্টবল মেহেদি ও আমজাদকে ছিনিয়ে নিতে চেষ্টা করলে প্রতিরোধ করতে আমরা বাধ্য হয়। যার প্রমাণ সিসি ক্যামেরার ফুটেজে রয়েছে। ইতোমধ্যে তারা এ ঘটনায় জড়িত মনির, সৌরভ, বিপ্লব ও মাহফুজসহ ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য বরিশাল এডিশনাল এসপি ইকবাল হোসেন, ডিবি পুলিশ বরিশাল, ওসি হিজলা ইউনুছ আলী মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি মিজানুর রহমান বাদি হয়ে ৩৩২ ১৪৩ ১৪৭ ১৪৮ ৩২৩ ১৮৬ ৩৫৩ ৩৩৩ ৫০৬ ৫০২ দশটি ধারায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করে। মামলায় আসামির সংখ্যা ১২০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন