সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সাংহাইয়ে ৯ দিনের লকডাউন ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:২২ পিএম

চীনের সবচেয়ে বড় নগরী সাংহাইয়ে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা মহামারি শুরুর দু’বছরেরও বেশি সময় পর এ সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।

সাংহাইয়ে দুই ধাপে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। শহরটির পূর্বাঞ্চলে সোমবার (২৮ মার্চ) থেকে ১ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। আর পশ্চিমাঞ্চলে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন। এ সময় কর্তৃপক্ষ গণ-নমুনা পরীক্ষা চালাবে। নগরীর গণপরিবহন, বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা বন্ধ থাকবে। তবে দাফতরিক কাজকর্ম বাড়ি থেকেই সারতে হবে বলে জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী সাংহাইয়ে প্রায় এক মাস ধরে করোনা সংক্রমণের নতুন ঢেউ চলছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হওয়া এড়াতে এতোদিন লকডাউন আরোপ করা হয়নি। কিন্তু, শনিবার (২৬ মার্চ) সাংহাইয়ে দৈনিক করোনা সংক্রমণ রেকর্ড সংখ্যায় পৌঁছালে মত বদলায় প্রশাসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন