প্রবীণ চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। দেশে এসেই তিনি নিজ উদ্যোগে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তার নিজ গ্রাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়ায় একটি মসজিদ নির্মাণ করবেন তিনি। ফেসবুকে বেশ কয়েকটি ছবি আপলোড করে আহমেদ শরীফ লিখেন, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, (মুসলিম হাদিস : ১৪১৪)। আল্লাহর ইবাদত-বন্দেগী করা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্বশীলতার জায়গা থেকেই নিজ জন্মভূমিতে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, প্রায় আট শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন আহমেদ শরীফ। চলচ্চিত্র ছেড়ে এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন